ব্রাজিল শিবিরে এখন স্বস্তির সুবাতাস। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা হয়েছে একদম মনের মতো। নেইমার, কুতিনিও, ফিরমিনো, মার্কিনিওসের মতো পোড় খাওয়া খেলোয়াড়েরা তো আছেনই, দগলাস লুইজ, রেনান লোদি বা রদ্রিগোর মতো অপেক্ষাকৃত তরুণেরাও গত ম্যাচে দেখিয়েছেন, সুযোগ পেলে তারাও মাত করে দিতে পারেন। উদ্যমী এই দল এবার মুখোমুখি হচ্ছে পেরুর। রিকার্দো গারেকার দলের বিপক্ষে আগামীকাল ভোর ছয়টায় মাঠে নামবে সেলেসাওরা।
ইতিহাস বলে, পেরুর রাজধানী লিমার মাঠে জয় পেতে ব্রাজিলকে সব সময়ই ঘাম ঝরাতে হয়। এই মাঠে সর্বশেষ চারবার খেলতে গিয়ে ব্রাজিল জিতেছে দুবার, ড্র করেছে দুবার। শেষ ম্যাচটা ব্রাজিল জিতেছে। আর সেটি সুখস্মৃতি হয়েই আছে নেইমারদের। ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে রেনাতো অগুস্তো আর গ্যাব্রিয়েল জেসুসের গোলে ২-০ গোলের জয় পায় ব্রাজিল। এর আগের দুই ম্যাচে অবশ্য ড্র হয়েছিল, দুই ম্যাচেরই ফল ছিল ১-১। ২০০৭ সালে বাছাইপর্বের আরেক ম্যাচে কাকা গোল করে বাঁচিয়েছিলেন ব্রাজিলকে। তার আগের ম্যাচটার ইতিহাস খুঁজতে গেলে আরও সাত বছর পিছিয়ে যেতে হবে। দলে এদমুন্দো, রিভালদো, এমারসন, দেনিলসন থাকা সত্ত্বেও সে ম্যাচটি ব্রাজিল ড্র করেছিল আন্তোনিও কার্লোস জাগো নামের এক অখ্যাত খেলোয়াড়ের গোলে।