রূপক অর্থে নয়বাস্তবেই পুকুরচুরির ঘটনা ঘটেছে রাজধানীতে। আর দেখেও না দেখার ভান করে এ কাজে সহায়তা করছে খোদ ঢাকা ওয়াসা। কল্যাণপুর ঢাকা ওয়াসার পাম্পিং স্টেশনের ১৭১ একর আয়তনের পুকুর গিলে ফেলেছে ভূমিদস্যুরা। তৈরি করেছে বহুতল ভবন। অথচ পুকুর না থাকায় ওয়াসার নিষ্কাশন পাম্পগুলো চালানো যাচ্ছে না।
কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশনের নির্মাণকাজ শেষ হয় ১৯৯৩ সালে। এরপর এখানকার পাম্পগুলোতে পানি সরবরাহ ঠিক রাখতে ও বৃষ্টির পানি খাল থেকে দ্রুত নামাতে পাম্পিং স্টেশনের সামনে ২৫০ একরের একটি পুকুর খননের প্রয়োজনীয়তার কথা জানায় বিশেষজ্ঞ কমিটি।