হালাল পদ্ধতিতে প্রাণী হত্যায় নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ‘অখন্ড ভারত মোর্চা’ নামের একটি সংগঠন। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ আইনের ২৮ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করেছিল তারা। কিন্তু মুসলিমদের পালন করা হালাল পদ্ধতিতে প্রাণী হত্যা বন্ধ করার পিটিশনটি খারিজ করে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কউল নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ।
আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের খাদ্যাভাসে তারা হস্তক্ষেপ করতে পারেন না। বেঞ্চের আরেক সদস্য বিচারপতি দীনেশ মাহেশ্বরী বলেছেন, আদালত ঠিক করে দিতে পারে না কে আমিষ খাবে, কে নিরামিষী হবে। যারা হালাল মাংস ভালবাসে, তারা হালাল মাংস খেতে পারে। যারা ভালোবাসে না, তারা খাবে না।