কোভিড অতিমারির জেরে টানা স্কুল বন্ধ থাকার ফলে ভারতীয় অর্থনীতির প্রায় ৪০ হাজার কোটি ডলার ক্ষতি হতে পারে বলে একটি রিপোর্টে জানাল বিশ্ব ব্যাঙ্ক। ভারতীয় টাকায় এই অঙ্কটা ২৯ লক্ষ কোটি পেরিয়ে যাচ্ছে।
‘বিটেন অর ব্রোকেন? ইনফরম্যালিটি অ্যান্ড কোভিড-১৯ ইন সাউথ এশিয়া’ শীর্ষক রিপোর্টি বিশ্ব ব্যাঙ্ক আজই পেশ করে। সেই রিপোর্টের বক্তব্য, অতিমারির জন্য দক্ষিণ এশিয়ায় অভূতপর্ব আর্থিক মন্দা আসছে। এই মন্দার প্রভাব হবে দীর্ঘস্থায়ী। সহজে তা কাটিয়ে ওঠা সম্ভব নয়।