নিজের ও বাবার নামের মিল থাকার কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮০ বছরের বৃদ্ধ মোহাম্মদ হাবিবুর রহমান। অপরাধ না করেও সাত দিন কারাভোগ করেছেন তিনি।
অবশেষে গত রোববার বিকেলে পটুয়াখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আবুল বাসার মিয়ার আদেশে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন হাবিবুর।