চীনের হস্তক্ষেপে ফিরবে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা: ফারুক আবদুল্লাহ
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ১০:৫০
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিলোপ নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। চীন হস্তক্ষেপ করলে জম্মু-কাশ্মীর বিশেষ মর্যাদা ফিরে পাবে বলে মন্তব্য করেছেন তিনি। এমনকি, তার মতে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) ভারতের সঙ্গে চীনের সীমান্ত সংঘাতের একমাত্র কারণই হল জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলোপ।
একজন সাবেক মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে হতচকিত রাজনৈতিক মহল। ইতিমধ্যেই ওই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গতকাল রবিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাত্কারে ফারুক দাবি করেন,