শনিবার রাতে ৪০ জনের মতো অজ্ঞাত হামলাকারী ধাতব বার ও আতশবাজি ভর্তি প্রজেক্টাইল ব্যবহার করে শপিনি-সু-মারনার ওই থানার ভেতর ঢুকে পড়ার চেষ্টা করেছিল বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“শপিনিতে মর্টারের গোলা ও নানা ধরনের প্রজেক্টাইল ব্যবহার করে থানায় সহিংস হামলা হয়েছে। পুলিশের কোনো সদস্য আহত হননি,” রোববার টুইটারে দেওয়া বিবৃতিতে এমনটাই বলেছে প্যারিসের পুলিশ সদরদপ্তর।
পুলিশের পোস্ট করা এক ভিডিওতে প্যারিসের কেন্দ্রস্থল থেকে ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমের শপিনি-সু-মারনা থানার দিকে অসংখ্য আতশবাজি ছুটে যেতে দেখা গেছে।
হামলাকারীরা থানার ভেতর জোর করে ঢুকে পড়ার চেষ্টা চালালেও ব্যর্থ হয়, বলছেন কর্মকর্তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিভিন্ন ছবিতে থানার ভাঙা জানালা ও ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।