স্থানীয় সরকার ও ইউপি নির্বাচন নির্দলীয় করা, দুর্নীতি দমনে বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং চলমান নদী ভাঙন রোধে নদী-শাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় সরকার ও ইউপি নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচন করা যাবে না। দলীয় প্রতীকে নির্বাচনের কারণে আমরা ভূমিহীন কৃষক শ্রমিক মেহনতী মানুষ রাষ্ট্রীয় মৌলিক অধিকার হতে বঞ্চিত।