যারা আমাদের অর্থ আটকে দিচ্ছে তাদের একদিন বিচার হবে : জারিফ
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ১৯:৩৫
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেসব অপরাধীকে একসময় বিচারের মুখোমুখি করা হবে। বৃহস্পতিবার এক টুইটার পোস্টে জারিফ এ কথা বলেন। তিনি এতে লিখেছেন, করোনা মহামারীর মধ্যে ওষুধ এবং খাদ্য সরবরাহের বাকি চ্যানেলগুলোও মার্কিন সরকার বন্ধ করে দিতে চায়। মার্কিন সরকার অবৈধভাবে ইরানের ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর জাওয়াদ জারিফ এই টুইটার পোস্ট দিলেন, খবর পার্স টুডে। জারিফ টুইটে আরো বলেন, একটি জাতিকে অভুক্ত রাখার ষড়যন্ত্র মানবতাবিরোধী অপরাধ।