সমুদ্রে বিশাল ঢেউয়ের ধাক্কায় ট্রলার ডুবি, বেঁচে ফিরলেন একজন
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ১৯:২৮
ইন্দোনেশিয়ার বালি দ্বীপ উপকূলের জলসীমায় মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনায় ১১ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। চারদিন আগে সেখানে এ ঘটনা ঘটে। শুক্রবার উদ্ধার দপ্তরের প্রধান একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার। বালি দ্বীপের অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের প্রধান গেদা দর্মাদা জানান, সোমবার রাতে বালি দ্বীপের দক্ষিণ সমুদ্র উপকূলে বিশাল ঢেউয়ের ধাক্কায় কেএম তানজাং পার্মাই নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।
দর্মাদা জানান, ট্রলারের ১২ক্রূ সদস্যেরে একজনের কাছ থেকে এ দুর্ঘটনার তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার বিকালে উদ্ধার করা ওই ক্রূ জানান, তিনি জীবন বাঁচাতে একটি ভাসমান বস্তু ব্যবহার করেন। এ ক্রূ’র নাম নুরোহমান।