ফ্লোরিডার এভারগ্লেস ন্যাশনাল পার্কে বিশ্বের সবচেয়ে বড় বার্মিজ পাইথন পাওয়া গেছে। নতুন রেকর্ড গড়া পাইথনটি ১৮ দশমিক নয় ফুট লম্বা। এর আগে সবচেয়ে বড় বার্মিজ পাইথনের রেকর্ড ছিল এর চেয়ে এক ইঞ্চি কম।
গত ২ অক্টোবর পাইথনটি উদ্ধার করেন রায়ান অসবার্ন এবং কেভিন। গভীর রাতে তারা পাইথনটি ধরতে পারেন। এরপর সে খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়ে দেন কেভিন।