ছাত্রীসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী লাঞ্ছিত
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ২২:০২
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পথ আটকে লাঞ্ছিত ও নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে দু'জন ছাত্রী।বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন দপদপিয়া সেতুর টোল প্লাজার অদূরে রূপাতলী হাউজিংয়ের ৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থী এবং পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের আনিকা সরকার সিঁথি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সৈয়দা ফেরদৌস জেবা, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শুয়াইব ইসলাম স্মরণ এবং হিসাববিজ্ঞান বিভাগের রাকিব মাহমুদ।
ভুক্তভোগীরা জানান, বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী সড়কে ধর্ষণবিরোধী মোমবাতি মিছিল বের করা হয়। এ সময় এক মোটরসাইকেল আরোহী মিছিলের মধ্যে ঢুকে পড়ে। এতে গণিত বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিব আহত হন। মোটরসাইকেল আরোহী ও তার সঙ্গে থাকা একজনকে ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ আটক করে। পরে পুলিশ দু'পক্ষকে নিয়ে আলোচনা করে দুই যুবককে ছেড়ে দেয়।