ছাত্রীসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী লাঞ্ছিত

সমকাল প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ২২:০২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পথ আটকে লাঞ্ছিত ও নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে দু'জন ছাত্রী।বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন দপদপিয়া সেতুর টোল প্লাজার অদূরে রূপাতলী হাউজিংয়ের ৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থী এবং পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের আনিকা সরকার সিঁথি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সৈয়দা ফেরদৌস জেবা, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শুয়াইব ইসলাম স্মরণ এবং হিসাববিজ্ঞান বিভাগের রাকিব মাহমুদ।

ভুক্তভোগীরা জানান, বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী সড়কে ধর্ষণবিরোধী মোমবাতি মিছিল বের করা হয়। এ সময় এক মোটরসাইকেল আরোহী মিছিলের মধ্যে ঢুকে পড়ে। এতে গণিত বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিব আহত হন। মোটরসাইকেল আরোহী ও তার সঙ্গে থাকা একজনকে ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ আটক করে। পরে পুলিশ দু'পক্ষকে নিয়ে আলোচনা করে দুই যুবককে ছেড়ে দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us