অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২০৪টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর আগে ২০১৯ সালে ১৬৩টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।