ব্যঙ্গে বিদ্ধ ভারতের বহুত্ববাদ

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৯:০৪

সোশ্যাল মিডিয়ায় ফের আক্রমণের মুখে বাংলা ও বাঙালি৷ এবার আক্রমণকারী অতীতে সাংবিধানিক পদে থাকা এক বিশিষ্টজন৷ এটা কি নিছকই ব্যক্তির বিদ্বেষ, না এই মানসিকতাই ক্রমশ ছড়িয়ে পড়ছে সমাজে৷

ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে পরস্পরকে কটাক্ষ বা গালিগালাজ করা একটা দস্তুর হয়ে উঠেছে৷ শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, বিদ্বেষ ছড়ানো হচ্ছে ভাষা ও ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে৷ এর সর্বশেষ উদাহরণ প্রেস কাউন্সিলের প্রাক্তন সভাপতি ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু৷ তিনি বাঙালিদের উচ্চারণ নিয়ে কটাক্ষ করেছেন৷ ব্যঙ্গ করেছেন বাঙালি ঘরের নবজাতককে নিয়েও৷ আক্রমণ থেকে বাদ পড়েননি তাঁরই একসময়ের বাঙালি শিক্ষক৷ বাঙালি কেন জল খায়, তা নিয়েও উপহাস করেছেন কাটজু৷ সম্প্রতি শুধু বাঙালি পরিচয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী৷ তাঁর ‘কালা জাদু’তে নাকি সুশান্তের এই পরিণতি! তাই যে কোনো বাঙালি মেয়েকেই কার্যত ‘ডাইনি’ হিসেবে দেগে দেওয়া হয়েছে৷ এই প্রথম নয়, অতীতে বাঙালি বিদ্বেষের এমন বহু নজিরই আছে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us