এনবিআরের ভ্যাট গোয়েন্দা সংস্থার বিশেষ নিরীক্ষায় উদ্ঘাটিত অপরিশোধিত ভ্যাট বাবদ ৮ কোটি টাকা জমা দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পূবালী ব্যাংক স্বপ্রণোদিত হয়ে ট্রেজারি চালানের মাধ্যমে এই ভ্যাট পরিশোধ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভ্যাট গোয়েন্দা জানিয়েছে, ভ্যাট গোয়েন্দা পূবালী ব্যাংকের ২০১৭-২০১৯ মেয়াদে বিশেষ নিরীক্ষা করে দেখতে পায় বিভিন্ন খাতে ৭ কোটি ৯০ লাখ টাকার ভ্যাট অপরিশোধিত রয়েছে।