স্থায়ী অবকাঠামো নির্মাণ ও পুকুর ভরাট করে দিনাজপুরে জেলা পরিষদের কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সরকারি জমির ৬ শতাংশ দখল করে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বাকি ৩৩ শতাংশ পুকুর ভরাট করে দখল করা হচ্ছে।
জেলা শহরের ভেতরে এমন কর্মকাণ্ড চললেও নিরব জেলা প্রশাসন। কোনও ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা উপরন্তু জেলা পরিষদের নির্বাহী প্রধান জানিয়েছেন, স্থায়ী অবকাঠামো নির্মাণ করা ওই ব্যক্তিকে জমিটি লিজ দেওয়া হবে।