চীন সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে ভারত
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ০৮:৫১
চীন সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) কাছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘শৌর্য’ মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
চলতি মাসেই ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য মিলেছে। তবে শেষ পর্যন্ত কোথায় ‘শৌর্য’ মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা পরিষদ। হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।