কালুরঘাটে রেল-সড়ক সেতুর নির্মাণ শুরু হবে ২০২১ সালের শুরুতেই

বণিক বার্তা প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ১৫:০৩

আগামী বছরের শুরুর দিকেই কোরিয়ান সরকারের অর্থায়নে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে সেতু নির্মাণ কাজ শুরু বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। সেতুতে রেলপথ ও সড়ক সুবিধা একসঙ্গে থাকবে।

আজ বুধবার রেলপথ মন্ত্রী চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল-কাম সড়কসেতু নির্মাণ স্থান পরিদর্শনকালে এ তথ্য জানান।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, এই সেতুটি আগেই নির্মাণ করা যেতো। একটি ভুল বোঝাবুঝি ছিল, যেখানে আলাদা রেলসেতু হবে নাকি রেল ও সড়ক একসাথে হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রেল- কাম রোড সেতু নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত মোতাবেক বিদেশী ঋণদানকারী সংস্থা কোরিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন ফান্ড (ইডিসিএফ) এর সাথে আলোচনা হচ্ছে। সবকিছু এখন ঠিক করা হয়েছে, আশা করা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ এর মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শুরু করা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us