সম্প্রতি বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনার খবরের কারণে আবারো আলোচনায় এসেছে 'ক্রসফায়ার' এর বিষয়টি।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সংবিধান পরিপন্থী এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করে দেশি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। কিন্তু বাংলাদেশে ২০০৪ সালের পর থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে 'ক্রসফায়ার' নাম নিয়ে আলোচনায় স্থান দেয়া হয়েছে।