BoB: কমবে EMI-এর বোঝা, হোম ও কার লোনে সুদে ছাড় দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক

এইসময় (ভারত) প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ১৯:০৩

উৎসবের প্রাক্কালে গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর ঘোষণা করল ব্যাংক অফ ইন্ডিয়া (BoB)। গৃহ ও গাড়ি ঋণের ক্ষেত্রে গ্রাহকদের অফার দিচ্ছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। গত মঙ্গলবার ব্যাংক অফ বরোদা'র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বরোদা কার লোন এবং বরোদা হোম লোনে (একমাত্র টেক ওভারের ঘটনায়) বর্তমান সুদের উপরে ০.২৫ শতাংশ ছাড় দেবে তারা।

BoB-এর হেড এবং জেনারেল ম্য়ানেজার (মর্টগেজ এবং অন্যন্য সেকশন) এইচ টি সোলাঙ্কি বলেছেন, 'এই উৎসবের মরশুমে আমরা একই সঙ্গে বর্তমান গ্রাহক এবং নতুন গ্রাহকদের উপহার দিতে চাইছি। এই অফার চালাকালীন আমাদের কোনও বর্তমান গ্রাহক কার লোনের সুবিধা নিলে সুদের উপরে ছাড় পাবেন। একইভাবে অন্য় কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনও গ্রাহক তাঁদের বর্তমান হোম লোন স্থানান্তর করে ব্যাংক অফ বরোদার সঙ্গে যুক্ত হলে একদিকে তাঁকে বর্তমান হারের থেকে কম সুদ দিতে হবে তেমনই প্রসেসিং ফি মকুব করে দেওয়া হবে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us