পুরুষদের বন্ধ্যাত্ব: যা নিয়ে কেউ কথা বলতে চায় না - BBC News বাংলা
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ১৫:১৬
পাশ্চাত্যে জনপ্রিয় টিভি অনুষ্ঠান লাভ আইল্যান্ডে একবার প্রতিযোগী হয়েছিলেন ক্রিস হিউজ। গত কয়েকবছরে তার অন্ডকোষে চার দফা অপারেশন হয়েছে।
"আমার বয়স যখন ১৫, তখন থেকেই আমি অনুভব করতাম যে আমার বাঁদিকের অন্ডকোষে কিছু একটা সমস্যা রয়েছে। কিন্তু যেহেতু আমার তেমন কোন অসুবিধা হচ্ছিল না তাই ব্যাপারটা উপেক্ষা করেছিলাম। সমস্যাটা ছিল ভারিকোসিল - অন্ডকোষে শিরা জমাট বেঁধে যাওয়া। "
পরে ক্রিস হিউজ এর চিকিৎসা করান। কিন্তু তার ডান দিকের অন্ডকোষে দেখা দেয় নতুন সমস্যা - যাকে বলে হাইড্রোসিল বা পানি জমে যাওয়া।
সেজন্য তাকে অপারেশন করাতে হয়। পরে ২০১৮ সালে টিভিতে সকালের অনুষ্ঠানে লাইভ ক্যামেরার সামনে অন্ডকোষ পরীক্ষার এক অনুষ্ঠানে অংশ নেন তিনি।
যেহেতু এ নিয়ে তিনি অনেক দিন ধরে সমস্যায় ভুগছেন - তাই টিভির ওই অনুষ্ঠান তার কাছে তেমন কিছুই মনে হয়নি।