আজ ০৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ সফর ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৯ম (অধিবর্ষে ২৮০তম) দিন। বছর শেষ হতে আরও ৮৬ দিন বাকি রয়েছে। আজকের দিনটি সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা।
এই দিনে প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের আরও উল্লেখযোগ্য ঘটনা- ঘটনাবলী: ১৭০২: ফোর্ট উইরিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়। ১৭৬৯: ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।