দেশের আবহাওয়া উপযোগী বারো মাস চাষাবাদ করা যায় এমন তরমুজের দুটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র সবজি বিভাগের বিজ্ঞানীরা। ওপেন পলিনেটেড ও হাইব্রিড জাতের তরমুজ দুটির ভেতরে (মাংসল অংশ) হলুদ ও টকটকে লাল।
শিগগিরই এ দুটি জাত নিবন্ধনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে অবমুক্ত করা হবে বলে জানান সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.ফেরদৌসী ইসলাম।