'কেন্দ্রের শিক্ষানীতি মানি না!' জয়েন্টের প্রশ্নে গুজরাটি আছে, বাংলা নেই কেন? প্রশ্ন মমতার

এইসময় (ভারত) প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ১৯:৩৫

৩৪ বছর বাদে জাতীয় শিক্ষানীতিতে বদল এনেছে কেন্দ্রীয় সরকার। বিজেপি বিরোধী বেশিরভাগ রাজ্যই কেন্দ্রের শিক্ষানীতির বিরুদ্ধে মুখ খুলেছে। দিনকয়েক আগেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের শিক্ষানীতি এখনই লাগু হবে না বাংলায়। আর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিলেন, 'কেন্দ্রের শিক্ষানীতি মানি না।' কৃতি ছাত্রছাত্রীদের ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, বাংলায় এত মেধাবী, এত প্রতিভাবান পড়ুয়া রয়েছে। অথচ নতুন শিক্ষানীতিতে কেন্দ্র মেধাতালিকাকেই বাদ দিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়। তাঁর কথায়, 'মেধাতালিকা যদি না থাকে, তাহলে কেউ নিজেদের ফলাফল নিয়ে গর্ববোধ করবে কীভাবে? এসব রেজাল্ট তো ছাত্রছাত্রীদের জীবনের সম্পদ। আমার মনে হয়, যে যেভাবেই পাশ করুক, একটা মেধাতালিকা দরকার।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us