করোনাভাইরাস মহামারীর ধাক্কায় বিশ্ব অর্থনীতি যখন মহাসঙ্কটে, তখন বাংলাদেশে সামষ্টিক অর্থনীতির সূচকগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
এই মহামারীকালেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স রেকর্ডের পর রেকর্ড গড়ছে। বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের মাইলফলকের পথে। দীর্ঘদিনের মন্দা পুঁজিবাজারে প্রাণ ফিরে আসতে শুরু করেছে।
মানুষের আয়-উপার্জন কমে গেলেও সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রপ্তানি আয় বাড়ছে। বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ভারসাম্যে (ব্যালেন্স অফ পেমেন্ট) বড় উদ্বৃত্ত ধরে রেখেছে বাংলাদেশ। বেসরকারি খাতে ঋণপ্রবাহের গতিও বাড়ছে।