১৫ হাজার মানুষের রাস্তা একটি, চরম দুর্ভোগ

প্রথম আলো প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২০, ১৩:০০

হাজারো মানুষের যাতায়াতের রাস্তা কেবল একটি। ওই রাস্তা ছাড়া এলাকায় প্রবেশ বা বের হওয়ার বিকল্প কোনো পথ নেই। রাস্তাটি আবার বেসরকারি প্রতিষ্ঠানের হওয়ায় যাতায়াত নিয়ন্ত্রিত হয় ঘড়ির কাঁটা ধরে।

নিয়ন্ত্রিত এমন রাস্তা দিয়ে যাতায়াত করে ঢাকার মিরপুরের উত্তর কালশীর প-ব্লক, ইদ্রিসের টেক, বুড়ির টেক, আলীনগর ও ঘটিপাড়ার বাসিন্দারা। এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর ওয়ার্ডের অধীনে। এলাকাটিতে ১৫ হাজারের বেশি মানুষের বসবাস। তাঁদের বেশির ভাগই নিম্ন আয়ের।

রাস্তাটি মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেড নামে বেসরকারি প্রতিষ্ঠানের। রাস্তাটির দুই প্রান্তে দুটি ফটক আছে। একটি মিরপুর সিরামিক সড়ক অংশে, অন্যটি উত্তর কালশী অংশে। দুই পাশের ফটকেই যাতায়াতের সময়সূচির নির্দেশনা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। তাতে লেখা, পথচারী ও যানবাহন সকাল ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করতে পারবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us