ভুবির চোট কতটা গুরুতর, জানেন না অধিনায়ক ওয়ার্নার!

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২০, ১২:৫৯

ভুবনেশ্বর কুমারের চোট চিন্তা বাড়াচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের। এবং তা ভুবির নিজের কেরিয়ারের পক্ষেও উদ্বেগের কারণ হয়ে উঠছে।

শুক্রবার চেন্নাই সুপার কিংসের ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলের পর বাঁ ঊরুর চোটে মাঠ ছেড়ে বেরিয়ে যান ভুবি। সেই সময় খোঁড়াতে দেখা যায় তাঁকে। ওভারের বাকি পাঁচ বল করেন খলিল আহমেদ। সানরাইজার্স শেষ পর্যন্ত জিতলেও ভুবির চোট দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে।

ম্যাচের পর হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, “ভুবির চোট ঠিক কতটা, তা নিশ্চিত নই। আমাকে ফিজিয়োর সঙ্গে কথা বলতে হবে। আরও তথ্য পাওয়ার পরই শুধু এই প্রশ্নের উত্তর দিতে পারব।” অধিনায়কের এই মন্তব্য ধোঁয়াশা আরও বাড়িয়ে তুলছে। তাঁর চোট নিয়ে সানরাইজার্সের তরফে ম্যাচের পর কোনও আপডেট দেওয়া হয়নি। তবে তাঁর চোট কমলা জার্সিধারীদের ডেথ ওভার বোলিং নিয়ে প্রশ্ন আরও বাড়িয়ে তুলছে। শেষের দিকের ওভারের বিশেষজ্ঞ বোলার তিনি। শুক্রবার তিনি বেরিয়ে যাওয়ায় চেন্নাই ইনিংসের শেষ ওভারে আব্দুল সামাদকে বল দিতে বাধ্য হন ওয়ার্নার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us