রেল প্রতারণা মামলা: চার্জশিটে ‘ছাড়ে’ ফের মুকুলিত জল্পনা

এইসময় (ভারত) প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২০, ১০:৩২

রেল-কমিটির সদস্যপদ পাইয়ে দেওয়ার টোপে এক ব্যবসায়ীর থেকে ৬০ লক্ষ টাকা হাতানোর অভিযোগে মামলা হয়েছিল মুকুল রায়-সহ কয়েক জনের নামে। একাধিক বার কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এই নেতাকে। তবে শুক্রবার যে চার্জশিট জমা পড়েছে আদালতে, তাতে বাকি ৪ অভিযুক্তের নাম থাকলেও বাদ গিয়েছেন মুকুল।

এর আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনেও প্রাথমিক এফআইআরে নাম ছিল মুকুলের। সেই মামলাতেও দু'দফা চার্জশিটে আর তাঁর নাম আসেনি। তৃণমূল ছেড়ে আসার কারণেই 'রাজনৈতিক প্রতিহিংসা'য় তাঁর নামে রাজ্য ও কলকাতা পুলিশের আওতায় পর পর ৩৫টা মামলা হয়েছে অভিযোগে এক সময়ে সরব হয়েছিলেন মুকুল-অনুগামীরা। সময়ান্তরে তেমন কয়েকটি মামলার মূল চার্জশিটে মুকুলের 'ছাড়' পাওয়া নিয়ে রাজনৈতিক গুঞ্জন বেড়েছে। তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্কের 'নতুন' সমীকরণ নিয়ে কিছু দিন ধরে চলা জল্পনা তাতে ইন্ধন জোগাচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর যেমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য, 'কখন কী হচ্ছে, কেউ জানে না। সবই নবান্নের নির্দেশে।' স্বয়ং মুকুলের দাবি, 'মিথ্যা মামলায় ফাঁসাতেই পারে। তবে শেষ পর্যন্ত আইনেরই জয় হবে।' রাজনৈতিক মহলের জল্পনাকেও ভিত্তিহীন বলে উড়িয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us