ভোট জালিয়াতির অভিযোগে বেলারুশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনের প্রধানসহ ৪০ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো এই তালিকায় নেই।
শুক্রবার ইইউ কার্যালয়ের এক জার্নালে একথা জানানো হয়েছে। এর আগে ইইউ নেতারা নিষেধাজ্ঞার তালিকায় থাকা ৪০ জনের নাম প্রকাশ করেন।
এতে বেলারুশের র্যা পিড রেসপন্স ফোর্সের কমান্ডারসহ অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা এবং জেল পরিচালকদের নাম আছে। এদের সবার মধ্যে বেলারুশের স্বরাষ্ট্রমন্ত্রী ইউরি কারায়েভ এবং তার ডেপুটিই সবচেয়ে উর্ধ্বতন কর্মকর্তা।