প্রধানমন্ত্রী কন্যার পরিশ্রমের ফলে প্রতিবন্ধী শিশুর হার কমেছে
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ২১:১৬
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিবন্ধী শিশুর হার কমে আসছে। তিনি অটিস্টিক শিশুদের নিয়ে প্রথম কাজ শুরু করেন। তাদের অধিকার প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধির জন্য কাজ করার কারণে তিনি আন্তর্জাতিকভাবে পুরস্কারও পেয়েছেন।
শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ও লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।