পুজোয় ২০০ স্পেশাল ট্রেন, প্রস্তুতি শুরু রেলের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ১৭:৫৭

১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর উৎসবের মরশুম। এই সময়ে কমপক্ষে ২০০টি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলবোর্ডের সিইও বিনোদকুমার যাদব। উৎসবের সময়ে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা রেলের। তবে কোন কোন রুটে এই ট্রেনগুলি চলবে, তা এখনও ঠিক হয়নি। যাত্রীদের চাহিদা নিয়ে পর্যালোচনা চলছে।

বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রেলের সিইও জানিয়েছেন, "আমরা রেলের সব জোনের জেনারেল ম্যানেজারদের স্থানীয় প্রশাসনের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বলেছি। সেই আলোচনার পরে সকলকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। সেই সব রিপোর্ট পর্যালোচনা করেই ঠিক করা হবে, উৎসবের সময়ে কত ট্রেন চালানো হবে। এখনও পর্যন্ত আমাদের যা হিসেব, তাতে ২০০ স্পেশাল ট্রেন চালানো হবে। তবে সেই সংখ্যাটা বাড়তে পারে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us