গেল ঈদ উল আজহা থেকেই বাংলাদেশে সীমিত পরিসরে শুরু হয়েছে টিভি নাটকের শুটিং৷ লাইট, ক্যামেরা আর অ্যাকশনের সেই মুখরতা এখন প্রায় স্বাভাবিক৷ ঢাকার অদূরে শুটিং স্পট পূবাইলের বিশের অধিক শুটিং হাউজের সবকটিই ব্যস্ত সময় পার করছে৷ ব্যস্ত উত্তরার শুটিং হাউজগুলোও৷ দীর্ঘ ৬ মাস ২৭ দিন পর ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হচ্ছে সিনেমা হলগুলো৷
ব্যস্ত এফডিসির সবগুলো ফ্লোর৷ জ্বলতে শুরু করেছে মঞ্চের আলোও৷ এর মধ্যেই বেইলি রোডের মহিলা সমিতিতে মঞ্চস্থ হয়েছে নাটক৷ এই মাসেই খুলবে শিল্পকলার মিলনায়তনও৷ বাকি থাকছে কনসার্টের মতো উন্মুক্ত আয়োজন৷ সেখানেও আছে আশার খবর৷ চলতি মাসেই হচ্ছে ‘ড্রাইভ ইন মুভি ফেস্ট'৷