তথ্যপ্রযুক্তিতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে রাজধানীর একটি বেসরকারি আইটি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানে কোর্স শুরু করেছিলেন আশা মনি। করোনা পরিস্থিতির কারণে হঠাৎ করে প্রশিক্ষণ বন্ধ হয়ে যায়। তিনি ফিরে যান জেলা শহরে নিজের বাড়িতে। কিন্তু তাঁর প্রশিক্ষণ থেমে থাকেনি। বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে তিনি কোর্স সম্পন্ন করেছেন। ফেসবুক গ্রুপ ও ইউটিউবে কোর্সের ভিডিওগুলো দেখে নিজে চর্চা চালিয়ে যাচ্ছেন। অনলাইনে কোর্স করেও প্রয়োজনীয় দক্ষতা অর্জনে তাঁর সমস্যা হয়নি।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বাইরে না গিয়ে ঘরে বসে এ শিক্ষা তার জন্য ভালো হয়েছে বলে মনে করছেন তিনি। অনলাইনে যতটা শিখেছেন, তাতে চর্চার মাধ্যমে দক্ষতা আরও বাড়াতে পারবেন বলে আত্মবিশ্বাসী আশা।