আজ যাচ্ছেন রাহুল-প্রিয়ঙ্কা, হাথরস কাণ্ডে আরও চাপে যোগী
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ১৩:০২
উত্তরপ্রদেশের হাথরসের ঘটনাকে সামনে রেখে এ বার কোমর বেঁধে ময়দানে নামছে কংগ্রেস। বৃহস্পতিবার ওই নিহত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে হাথরস যাচ্ছেন রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা ভদ্র। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন হাথরসের জেলাশাসক। তবে বিরোধীরা বলছে, রাহুল-প্রিয়ঙ্কা যাবেন বলেই আগেভাগে ১৪৪ ধারা জারি করা হয়েছে।