বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দ্বীপে কেমন মানুষের জীবন?
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ০৭:৫৬
পৃথিবীর প্রত্যন্ত একটি এলাকা ত্রিস্তান ডি কুনহা। এটি একটি দ্বীপ স্থানীয়দের কাছে যা সংক্ষেপে টিডিসি নামে পরিচিত।
সেখানে যাওয়া খুবই কঠিন একটি কাজ। এই দ্বীপটি কেমন এবং সেখানে কারা কীভাবে থাকে তা দেখতে সেখানে যেতে চাইলে আপনার যা করতে হবে:
১. প্রথমে বিমানে করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যেতে হবে।
২. সেখান থেকে উঠতে হবে একটি নৌকায়।
৩. তার পর ১৮ দিন ধরে আপনাকে পাড়ি দিতে হবে উত্তাল সমুদ্র। পৃথিবীর সবচেয়ে বিপদসংকুল সমুদ্রপথের একটি এই পথ। তার পর কোন এক সময় কুয়াশা উঠে গেলে আপনি এই দ্বীপটির দেখা পেতে পারেন।