দিন শেষে খেলোয়াড়েরাও তো মানুষ। তাঁদেরও প্রকৃতি ডাক দিতে পারে যখন-তখন। অনেক সময় পুরো প্রস্তুতি নিয়ে খেলতে নামার পরেও প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে পারা যায় না। খেলা-টেলা ফেলে ছুটতে হয় বাথরুমে। যেমনটা হয়েছে গত রাতে।
নিজেদের মাঠে চেলসির বিপক্ষে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল টটেনহাম। সেন্টারব্যাক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইংলিশ তারকা এরিক ডায়ার। এই অবস্থায় হুট করে ডাক দিল প্রকৃতি!