বর্জ্য ব্যবস্থাপনাকে উচ্চ প্রাধান্য দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইত্তেফাক প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৪

শুধু মেডিক্যাল বর্জ্য নয়, সবধরনের বর্জ্য ব্যবস্থাপনাকে উচ্চ প্রাধান্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মানুষ সমাগম স্থানে যেমন বাসস্টেশন, নৌ-পরিবহন, বিমান বা যে কোনো স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। এ কাজে যে সব সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদের গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান। গণভবন হতে ভাচুর্য়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ হতে একনেক সংশ্লিষ্টরা সভায় অংশ নেন। সভায় নতুন তিনটি প্রকল্প ও একটি সংশোধিত আকারে অনুমোদন করা হয়। নতুন প্রকল্পে বরাদ্দ এবং সংশোধিত প্রকল্পের বাড়তি বরাদ্দ মিলিয়ে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭৯৬ কোটি ৪৫ লাখ টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us