লালমনিরহাটে শুভ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী জাকারিয়া বিন হক শুভ হত্যার বিচার ও দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয় লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতি পালন করেছে। গতকাল বিকাল ৩টায়  লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মিশন মোড় গোলচত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। নিহত জাকারিয়া বিন হক শুভ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনেশ্যাম (এমসি মোড়) এলাকার আব্দুল হকের ছেলে। ওয়ালটনের মোবাইল সেক্টরের টেরিটরি সেলস ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। চাকরির সুবাধে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে শ্বশুরালয়ের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। মানববন্ধনে অংশ নেয়ারা জানান, গত ২৫শে সেপ্টেম্বর রাতে স্থানীয়দের খবরে বাসা থেকে জাকারিয়া বিন হক শুভ’র মরদেহ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহত শুভ’র বড় বোন হাসিনা নাজনিন বিনতে হক বাদী হয়ে ২৬শে সেপ্টেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শুভর স্ত্রী শেহনীলা নাজ ও শাশুড়ি আছমা বেগমসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতি মানববন্ধন করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us