চলতি মাসে সৌদি আরবের হাতে আটক ১০ সন্ত্রাসীর একটি সেলকে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড (আইআরজিসি) প্রশিক্ষণ দিয়েছিল বলে রিয়াদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়ীদ খাতিবজাদে বলেছেন, ধারাবাহিক ও অর্থহীন অভিযোগ করে রিয়াদ তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না।
তিনি সৌদি আরবকে ‘সত্য ও জ্ঞানের পথ’ বেছে নেওয়ারও আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরান এরই মধ্যে ওই অঞ্চলে বেশ কয়েকটি ছায়া যুদ্ধে জড়িয়েছে। সিরিয়া ও ইয়েমেনে তাদের সমর্থনপুষ্টরা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে।