পাকিস্তান সংখ্যালঘুদের ‘কিলিং ফিল্ড’:  ভারত

আরটিভি প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৫

জাতিসংঘে ফের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। কয়েক দিন আগেই কাশ্মীর নিয়ে ভারতের তীব্র সমালোচনা করেছিল পাকিস্তান। এবার প্রশ্ন করার অধিকার বলে সেই জাতিসংঘেই পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলো ভারত। জাতিসংঘে ভারতের প্রতিনিধি বলেছেন, পাকিস্তান সংখ্যালঘুদের ‘কিলিং ফিল্ডে’ পরিণত হয়েছে। শুধু তাই নয়, ‘পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং লাদাখে’ মানবাধিকার কার্যত নেই বলেও অভিযোগ করেছে ভারত। বলা হয়েছে, ওই এলাকা পাকিস্তান ব্যবহার করে জঙ্গি প্রশিক্ষণের জন্য। খবর ডয়চে ভেলের।

গত কয়েক দিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। গত বছর আগস্ট মাসে কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ ভারতের কেন্দ্রীয় সরকার বাতিল করার পর থেকেই লাগাতার ভারতের সমালোচনা করে চলেছে পাকিস্তান। জাতিসংঘে চীনও সমর্থন দিয়েছে পাকিস্তানকে। এছাড়া পাকিস্তানের বন্ধু রাষ্ট্র তুরস্কও সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে ভারতের সমালোচনা করেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বিতর্কিত মানচিত্র প্রকাশ করেছেন। যেখানে ভারতের বিভিন্ন এলাকা পাকিস্তানের বলে চিহ্নিত করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us