সম্পর্কে সারাকে ঠকিয়েছিলেন সুশান্ত! এনসিবি-র জেরায় অকপট নায়িকা...
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৭
এই সময় ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে খুলে যায় বলিউডের প্যান্ডোরার বাক্স। সেখান থেকে বেরিয়ে আসতে থাকে নানা অন্ধকার মোড়। তার মধ্যে অন্যতম এই জগতের সঙ্গে মাদক-যোগ প্রসঙ্গ। একের পর এক এ-লিস্টার সেলেবের নাম জড়িয়ে যায় মাদক চক্রের সঙ্গে।