অ্যামাজনের নতুন গেম সেবা ‘লুনা’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪

এই প্রথম ই-কমার্স জায়ান্ট অ্যামাজন নিয়ে এলো তাদের নিজস্ব গেম সেবা ‘লুনা’। লুনার গেমগুলো অ্যামাজন এখনই সব ডিভাইসের জন্য বাজারে ছাড়বে কিনা তা জানা যায়নি। এটি প্রাথমিক ভাবে পিসি, ম্যাক, ফায়ার টিভি, এবং আইফোন এবং আইপ্যাডে এ ব্যবহার করা যাবে। অ্যামাজন লুনা এর দাম হবে ৫.৯৯ ডলার।

যা বাংলাদেশি মুদ্রায় ৫০৭ টাকা। এর বিনিময়ে গ্রাহকরা লুনা প্লাস চ্যানেলের অ্যাকসেস পাবেন। একসঙ্গে দুটি ডিভাইসে লুনা চ্যানেল ব্যবহার করা যাবে। অ্যামাজন বলছে, লুনাতে কয়েকটি গেম খেলা যাবে। যেমন- Resident Evil 7, The Surge 2, Panzer Dragoon, A Plague Tale: Innocence, GRID, ABZU, Brothers: A Tale of Two Sons।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us