ভোটের মুখে জয়প্রকাশ, রাজমাতাকে স্মরণ মোদীর

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৪

মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে খুব তাড়াতাড়ি। যার অধিকাংশই আবার খালি হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার সময়ে তাঁর অনুগামীদের পদত্যাগে। এই আবহে আজ ‘মন কি বাত’-এ রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার স্মৃতিতে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে ভোটের আগে তাঁর মুখে শোনা গেল জয়প্রকাশ নারায়ণের প্রসঙ্গও।

রেডিয়ো-অনুষ্ঠানে মোদী বলেন, কিছু দিনের মধ্যে বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তিত্বকে তাঁদের জন্ম জয়ন্তীতে স্মরণ করবে দেশ। মোহনদাস কর্মচন্দ গাঁধী, লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করা সেই তালিকাতে রাজমাতার উল্লেখ করেছেন তিনি। বলেছেন, রাজ পরিবারের বিপুল সম্পত্তির অধিকারিণী হওয়া সত্ত্বেও কী ভাবে দেশের সাধারণ মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন বিজয়া রাজে। স্মৃতি রোমন্থনের রাস্তায় হেঁটে শুনিয়েছেন, মাঝরাতে তাঁর জন্য হলুদ মেশানো দুধ নিয়ে এসেছিলেন রাজমাতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us