জামিন পেলেন আলাউদ্দিন জিহাদী

মানবজমিন প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটূক্তির কথিত অভিযোগে গ্রেপ্তার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদীকে জামিন দিয়েছে আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত পুলিশ প্রতিবেদন পাওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু। গত ২০শে সেপ্টম্বর দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকার নিজ বাসা থেকে পুলিশ আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করেছিল। নগরের দেওভোগ মাদ্রাসার খতিব হারুন অর রশিদ বাদী হয়ে আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে আল্লামা শফীর মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই মামলায় পুলিশ একদিনের রিমান্ডে নিয়েছিল মুফতি আলাউদ্দিন জিহাদীকে। এদিকে জিহাদীর মুক্তির দাবিতে গণজমায়েতের ডাক দেয় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা। তাদের প্রতিহতের ডাক দিয়ে জিহাদীর জামিন দেয়া হলে রক্তের বন্যা বইয়ে দেয়ার ঘোষণা দেয় হেফাজতের নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নগরের নিতাইগঞ্জ থেকে চাষাঢ়া শহীদ মিনার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের পাশাপাশি ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় জলকামান ও সাঁজোয়া যান।  এর আগে গত শনিবার রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওলামা পরিষদ ও হেফাজত নেতৃবৃন্দসহ আহলে সুনা্নত ওয়াল জামায়াতের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষকে জানিয়ে দেয়া হয়েছে কোনো ধরনের জমায়েত ও উচ্ছৃঙ্খল আচরণ মেনে নেয়া যাবে না। সেই সঙ্গে কোনো ধরনের উস্কানিও দেয়া চলবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us