ময়মনসিংহে ৪ জেএমবি সদস্য আটক

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৮

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- জাকির হোসেন, আক্কাস আলী, মো. হারুন, ওসমান গনি মল্লিক। তাদের সবার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে। শনিবার মধ্যরাতে ফুলবাড়িয়ার জোরবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

রোববার বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-১৪ জানতে পারে, জোরবাড়িয়া গ্রামের মো. আবুল হোসেন বুলবুলের বাড়িতে জেএমবির কয়েকজন সদস্য নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে র‍্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় চারজনকে আটক করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us