ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- জাকির হোসেন, আক্কাস আলী, মো. হারুন, ওসমান গনি মল্লিক। তাদের সবার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে। শনিবার মধ্যরাতে ফুলবাড়িয়ার জোরবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
রোববার বিকেলে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১৪ জানতে পারে, জোরবাড়িয়া গ্রামের মো. আবুল হোসেন বুলবুলের বাড়িতে জেএমবির কয়েকজন সদস্য নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় চারজনকে আটক করা হয়।