কাউনিয়ায় ৫৫ হেক্টর আমনের ক্ষেত পানির নিচে

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের কাউনিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫৫ হেক্টর রোপা আমন ক্ষেত পানির নিচে নিমজ্জিত। গত ৬ দিন ধরে অবিরাম বৃষ্টির কারণে উপজেলার নিম্নাঞ্চলে পানি জমে যায়। অপরিকল্পিত মৎস্য খামার গড়ে ওঠায় জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সাধারণ বৃষ্টিতেই বন্যা দেখা দেয়। মৎস্য খামারিরা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। উপজেলার তালুকসাহাবাজ গ্রামের কৃষক জানান, আমাদের এলাকায় অনেক মৎস্য খামার আছে। এই খামারগুলোর চারদিকে বেঁধে রাখায় পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বন্যা শেষ হলেও এখানে পানি জমে থাকে। ফলে মৎস্য খামারের আশেপাশের জমিতে তেমন ফসল উৎপাদন হয় না।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, এই বন্যায় কাউনিয়া উপজেলায় ৫৫ হেক্টর জমির আমন ক্ষেত নিমজ্জিত এবং ৯৫ হেক্টর অর্ধনিমজ্জিত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us