এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে আটকে গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে ‘নারী নির্যাতন প্রতিরোধে জনগণ’ সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গৃহবধূর স্বামীকে ঘরের ভিতর আটকে বর্বরোচিত এ নির্যাতনের ঘটনায় সারা দেশ লজ্জিত। নারীদের ওপর এমন নির্মম নিষ্ঠুরতার জন্য অপরাধী যেই হোক তার উপযুক্ত শাস্তি পেতে হবে। সে যে দলেরই নেতা বা কর্মী হোক। দ্রুত এ ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, কবি ও লেখক শামস শামীম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুব্রত সরকার, সাবেক যুুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সত্যজিৎ আচার্য ও নরেন ভট্টাচার্য, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us