মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসির সরকারের বিরুদ্ধে শুক্রবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় গুলিতে অন্তত এক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ হলো উত্তর-পূর্ব আফ্রিকার দেশটিতে।
বিক্ষোভকারীরা শুক্রবারের ওই বিক্ষোভের নাম দিয়েছিলেন ‘শুক্রবারের ক্ষোভ’। এদিন মিসরের রাজধানী কায়রোসহ বিভিন্ন শহর, নগর ও গ্রামাঞ্চলে জুমার নামাজের পর এই বিক্ষোভ হয়।