বিভিন্ন স্থানে মানুষ হত্যা করে সাভার ও আশুলিয়ায় ফেলে যায় ঘাতকরা
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৭
সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি আরও বলেন, হত্যাকারীদের কোন ছাড় দেওয়া হবে না। দেশের বিভিন্ন স্থানে মানুষ হত্যা করে ঘাতকরা সাভার ও আশুলিয়া নিরাপদ ভেবে এখানে ফেলে যায়।
শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে সাভার নাগরিক কমিটি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন।