গুগল ড্রাইভের ট্র্যাশে থাকা তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৯
গুগল এবার ড্রাইভ সেবায় পরিবর্তন নিয়ে আসছে। আগামী অক্টোবর মাসের ৩০ তারিখ থেকে গুগল ড্রাইভের ট্র্যাশ সেকশনে আইটেমগুলো ৩০ দিনের বেশি স্থায়ী হবে না। প্রতি ৩০ দিন পর ট্র্যাশে থাকা ফাইল আপনাআপনি ডিলিট হবে।
ইতোমধ্যে গ্রাহকদের এ বিষয়ে বার্তা দিচ্ছে। গুগল ড্রাইভের ট্র্যাশে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন আইটেম সংরক্ষিত থাকতো। ব্যবহারকারী চাইলে আগে ডিলিট করতে পারতেন। তবে এখন থেকে ২৫ দিনের মধ্যে ডিলিট আইটেম ফেরত না আনলে তা আপনাআপনি গায়েব হয়ে যাবে।